এবার পশ্চিম তীরে মসজিদে ইসরাইলের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩
এবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। প্রাথমিকভাবে সেখানে একজন মারা গেছে বলে খবর পাওয়া যায়। রবিবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদের নিচে কম্পাউন্ডে হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।
আরও পড়ুন: একদিনে হিজবুল্লাহর ৬ যোদ্ধার প্রাণ গেল
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, “পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অবস্থিত আল-আনসার মসজিদে হামলায় হামাস এবং ইসলামিক জিহাদের বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। তারা হামলার পরিকল্পনা করার জন্য কমান্ড সেন্টার হিসেবে ওই ভবনটিকে ব্যবহার করে আসছিল।”
আরও পড়ুন: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইতালির প্রধানমন্ত্রীর আহ্বান
বাহিনীর দাবি, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য মসজিদটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।
জেবি/এসবি