গুজরাটে গরবা খেলায় হার্ট অ্যাটাকে ২৪ ঘন্টায় ১০ জন নিহত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩
ভারতের গুজরাটে হার্ট অ্যাটাকের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গুজরাটে গরবা অনুষ্ঠানের সময় হার্ট অ্যাটাকের ঘটনা দেখা যাচ্ছে। গত ২৪ ঘন্টায় গুজরাটে নবরাত্রি উদযাপনের সময় গরবা খেলা করতে গিয়ে প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে।
হার্ট অ্যাটাকের কারণে যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে কিশোর থেকে শুরু করে মধ্যবয়সীরাও ছিলেন। তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী একজন ১৩ বছর বয়সী ছেলে, সে ডাভোই (বরোদা) এর বাসিন্দা ছিলেন।
শনিবার (২১ অক্টোবর ) খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় আরও একজন ১৭ বছর বয়সী ছেলে। সর্বশেষ ঘটনাটি খেদার কাপদভঞ্জের। কাপদভঞ্জের গড়বা মাঠে বীর শাহের নাক থেকে রক্ত ক্ষরণের পর তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, ১৭ বছর বয়সী বীর নবরাত্রির ৬ষ্ঠ দিনে গরবায় অংশ নিয়েছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গত ২৪ ঘন্টায় গুজরাটরাজ্যের বিভিন্ন স্থানে হার্ট অ্যাটাকে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নবরাত্রির সময় গরবা খেলা খেলতে গিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।
আরএক্স/