পুজো দেখে ফেরার পথে বাইক দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩
অষ্টমীর রাতভর ঠাকুর দেখার পর বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু। বাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তাদের।
ভারতের পশ্চিমবঙ্গের মালদহের মহাদেবপুরের রামপাড়া এলাকার ঘটনায় উৎসবের রেশ ছারখার হয়ে গেল। ভোরে ছেলেদের নিথরদেহ ফিরতে দেখে শোকে পাথর পরিবারের সদস্যরা।
পুরাতন মালদহের ছাতিয়ানগাছি এলাকার বাসিন্দা অভিষেক হালদার। অষ্টমীতেই নতুন বাইক কিনেছিলেন। আর সেই বাইকে চড়ে মামাতো ভাই সুজনকে সঙ্গে নিয়ে বেরিয়ে ছিলেন পুরো অষ্টমীর রাতে।
পুরাতন মালদহের বিভিন্ন মন্ডপে ঘুরে বেরিয়েছেন তারা। এরপর ভোরে ফেরার পথে মালদহ নালাগোলা রাজ্য সড়কের উপর উল্টো দিকে আসা একটি বাসের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলে সুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিষেককে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু শেষরক্ষা হয়নি।
কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তরতাজা ২ যুবকের মৃত্যুতে উৎসবের দিনে আনন্দ নিমেষে বদলে শোকে। ঘাতক বাসটিকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরএক্স/