ভারতে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩
ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুতে। যাত্রীবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।
পুলিশ সূত্রে প্রকাশ, মঙ্গলবার (২৪ অক্টোবর ) দুর্ঘটনাটি ঘটেছে তিরুভান্নামালাইয়ের সেনঘামের কাছে। গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। বেঙ্গালুরুতে যাচ্ছিলেন তারা। অন্যদিকে বাসটিতে ও একাধিক যাত্রী ছিলেন।
আচমকা গাড়ি ও বাসের মুখোমুখি সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলে গাড়ির ৬ জন যাত্রীর মৃত্যু হয়। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে আরও ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী ও আহত হন।
তারা ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরএক্স/