সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা, ৮ সেনা নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩
ইসরাইলের বিমান হামলায় সিরিয়ার কমপক্ষে ৮ জন সেনা নিহত হয়েছে। ইসরাইলের উত্তর সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি যোদ্ধারা রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে। গাজায় ইসরাইলের যুদ্ধের মধ্যে আরও নতুন ফ্রন্ট শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
সিরিয়ার দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো গেল সপ্তাহ থেকে ইসরাইলের সঙ্গে বেশ কয়েকবার আন্তঃসীমান্ত গোলাগুলি চালিয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটে ইসরাইলি শত্রুরা অধিকৃত গোলান মালভূমি থেকে বিমান হামলা চালায়।
হামলায় ৭ সেনা আহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ূন: গাজায় বিপর্যস্ত মানবতা, জ্বালানি সংকটে একদিনে বন্ধ ৬ হাসপাতাল
ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহত সৈন্যের সংখ্যা ১১ জন, যাদের মধ্যে চার জন কর্মকর্তাও রয়েছেন।
আরও পড়ূন: গাজায় একদিনে ৭০৪ ফিলিস্তিনি নিহত
এতে বলা হয়েছে, হামলায় 'অস্ত্র গুদাম ও সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে' এবং একটি পদাতিক ইউনিটকেও লক্ষ্য বস্তু করা হয়েছে।
জেবি/এসবি