গাজায় ইসরাইলি অপরাধের সহযোগী যুক্তরাষ্ট্র: খামেনি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩


গাজায় ইসরাইলি অপরাধের সহযোগী যুক্তরাষ্ট্র: খামেনি
বক্তব্য রাখেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি - সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধের ‘সুনির্দিষ্ট সহযোগী’ যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।


লোরেস্তান প্রদেশের শহীদ স্মৃতি কংগ্রেসের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনিএই মন্তব্য করেন। তিনি বলেন, “গাজায় সংঘটিত নৃশংসতা যুক্তরাষ্ট্র কোনোনা কোনোভাবে সামাল দেয়।”


তিনি বলেন, “এসব অপরাধে আমেরিকার হাত নিপীড়িত, শিশু ও রোগীদের রক্তে পর্যন্ত থাকে।”


আরও পড়ুন: সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা, ৮ সেনা নিহত


অধিকৃত অঞ্চলে ‘নিষ্ঠুর’ ও ‘অশুভ’ পশ্চিমা শক্তির নেতাদের তাড়াহুড়ো করে সফরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সর্বোচ্চ নেতা বলেন, এসব সফরের উদ্দেশ্য ইহুদিবাদী সরকারকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করা।


আরও পড়ুন: গাজায় বিপর্যস্ত মানবতা, জ্বালানি সংকটে একদিনে বন্ধ ৬ হাসপাতাল


ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ধ্বংসের বিপদ যদি দখলদার শাসকদের জন্য হুমকি না হতো, তাহলে এই বিশ্ব খলনায়করা অনুভব করত না যে তাদের একের পর এক (ইসরায়েলি শাসনের সাথে) সংহতি প্রকাশ করা দরকার। 


জেবি/এসবি