যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ২২


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:১৮ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩


যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ২২
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ২২ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও ৫০ থেকে ৬০ জন। 


বুধবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনে এই ঘটনা ঘটে।।  বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীরা বারসহ একাধিক স্থানে হামলা চালিয়েছে। এ ঘটনায় অ্যান্ড্রোস্কগিজন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, হামলাকারীরা পলাতক রয়েছেন। 


এছাড়া সোশ্যাল মিডিয়ায় পুলিশ জানিয়েছে, বার, গ্রিল রেস্টুরেন্ট এবং বিনোদনকেন্দ্রেও এ বন্দুক হামলা চালানো হয়েছে। শহরটির কেন্দ্রীয় হাসপাতালও হামলায় বহু হতাহতের খবর নিশ্চিত করেছে।


এদিকে এ হামলার পর শেরিফের অফিস থেকে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। অফিসটি সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানায়, হামলাকারীর হাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাসাল্ট-রাইফেল দেখা গেছে। মেইন স্টেট পুলিশ জানায়, হামলাকারীকে আটক করতে না পারার কারণে ফের হামলার আশঙ্কা রয়েছে।


আরও পড়ুন: গাজায় ইসরাইলি অপরাধের সহযোগী যুক্তরাষ্ট্র: খামেনি


সামাজিকমাধ্যক এক্সে মেইন অঙ্গরাজ্যের পুলিশ বলেছে, “লেউইস্টনে একজন বন্দুকধারী সক্রিয় অবস্থায় আছে। আমরা বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে আপনার বাড়ির ভেতরে থাকুন। আইন প্রয়োগকারীরা বর্তমানে একাধিক স্থানে কাজ করছে।”


আরও পড়ুন: সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা, ৮ সেনা নিহত


এদিকে, অ্যান্ড্রোসকগিন কাউন্টি শেরিফের অফিস ফেসবুকে সন্দেহভাজন এক ব্যক্তির দুটি ছবি পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে, এই ব্যক্তি পালিয়ে গেছে। এছাড়া লেউইস্টনের সেন্ট্রাল মেইন মেডিকেল সেন্টার এক বিবৃতিতে বলেছে, “তারা গোলাগুলির ঘটনায় হতাহত বহু মানুষকে সেবা দেওয়ার কাজ করছে এবং রোগীদের নিয়ে যাওয়ার জন্য এলাকার অন্য হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় করছে।” সূত্র- রয়টার্স।


জেবি/এসবি