কানাডার নাগরিকদের জন্য ভিসা চালু করল ভারত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩
দীর্ঘ ১ মাসের ও বেশি সময় পর কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল ভারত।
বুধবার (২৫ অক্টোবর ) থেকেই শুরু হয়েছে ভিসা দেওয়ার প্রক্রিয়া। তবে এখনই সমস্ত ক্ষেত্রে ভিসা পাবেন না কানাডার নাগরিকরা। জানা গেছে, আপাতত ৪ ধরনের ভিসা দেওয়া হবে।
কানাডার ভারতীয় হাইকমিশনের তরফে জানানো হয়, নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখে আপাতত ভিসার অনুমতি দেওয়া হবে। তবে মাত্র ৪টি ক্ষেত্রে ভিসার আবেদন অনুমতি মিলবে।
এন্ট্রান্স ভিসা, বিজনেস ভিসা, মেডিক্যাল ভিসা ও কনফারেন্স ভিসা আপাতত এই ৪ টি ভিসার ছাড়পত্র মিলেছে।
গত ২১ সেপ্টেম্বর আচমকাই জানা যায়, কানাডার নাগরিকদের আর ভারতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই ঘটনার পরে আরও খারাপ হয়েছে ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক। ভারত থেকে ৪১ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় কানাডা।
অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর অভিযোগ করেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযথা নাক গলাচ্ছে কানাডার আধিকারিকরা। এহেন পরিস্থিতিতেই আংশিকভাবে চালু হল ভিসা পরিষেবা।
আরএক্স/