ইসরাইলের হামলায় গাজায় ৬৫৪৬ ফিলিস্তিনি নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩


ইসরাইলের হামলায় গাজায় ৬৫৪৬ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

চলমান সংঘাতে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ছয় হাজার ৫৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে সংখ্যা ২ হাজার ৭০৪। এতে হয়েছেন হয়েছে ১৭ হাজার ৪৩৯ জন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে বুধবার (২৫ অক্টোবর) এসব তথ্য জানান।


গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে গণহত্যা সংঘটিত হয়েছে উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, গেল ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৩৪৪ শিশুসহ ৭৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।


গাজার স্বাস্থ্য ব্যবস্থা তুলে ধরতে গিয়ে মুখপাত্র বলেন, “নিরলস আক্রমণ এবং গুরুতর সংকটের মধ্যে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিষেবার বাইরে চলে গেছে। হামলা ৫৭টি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু ও ক্ষতিগ্রস্ত করেছে এবং ৭৩ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া ২৫টি অ্যাম্বুল্যান্স এখন পরিষেবার বাইরে রয়েছে।”


আরও পড়ুন: গাজায় ইসরাইলি অপরাধের সহযোগী যুক্তরাষ্ট্র: খামেনি


গাজায় ইসরাইলের হামলায় আল-জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল-দাহদুহর স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। গাজার একটি শরণার্থীশিবিরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় তারা নিহত হন।


আল-জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মেদ মোয়াদাদ বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা, ৮ সেনা নিহত


ওয়ায়েল আল-দাহদুহ আল-জাজিরার আরবির সাংবাদিক। তিনি ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নিয়ে সরেজমিন প্রতিবেদন করছিলেন। সবচেয়ে মারাত্মক ওই গাজা সংঘাত শুরু হয় গেল ৭ অক্টোবর। সূত্র : আলজাজিরা, আল অ্যারাবিয়া, আনাদোলু এজেন্সি


জেবি/এসবি