ঘোড়াকে গণধর্ষণ, গ্রেফতার ৩


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩


ঘোড়াকে গণধর্ষণ, গ্রেফতার ৩
ফাইল ছবি

ঘোড়াকে ধর্ষণের অভিযোগ উঠল ভারতের উত্তরপ্রদেশে। ৫ জন মিলে এই কুকর্ম করেছে বলে জানা যায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। এখনও ২ জন অভিযুক্ত রয়েছে পলাতক। 


ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ৫ জনের বিরুদ্ধে ঘোড়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পরই পুলিশ ৩ জন যুবককে গ্রেফতার করে। বাকি ২ জন পলাতক। 


ধৃতদের প্রত‍্যেকের বয়স ২০ থেকে ২৩ বছরের মধ‍্যে। ন‍্যক্কারজনক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বরেলি জেলায়। ধৃতদের নাম হল দেবেন্দ্র (২০), রিজওয়ান (২২) এবং আমির (২১)। এই ঘটনার মূল অভিযুক্ত হল ভাগবত। ভিডিওতে দেখা গিয়েছে, নবাবগঞ্জের ইনায়েতপুর গ্রামের বাসিন্দা ভাগবত শরণ ঘোড়াটির উপর যৌন নির্যাতন চালাচ্ছে। 


সেই সময় জিশান নামে আরেক যুবক ঘোড়ার দড়ি ধরে রয়েছে। অন‍্য অভিযুক্ত দেবেন্দ্র, রিজওয়ান ও আমির এই কুকর্মে ভাগবতকে উৎসাহ দিচ্ছে। এই ঘটনায় হাফিজগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। 


অভিযোগ, থানার এক অফিসার অভিযুক্তদের কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নিয়ে মামলাটি ধামাচাপা দিতে চেষ্টা করছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনার কথা প্রকাশ‍্যে আসার পর অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে। 


অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে ভারতীয় বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আরএক্স/