ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৩
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩
ভারতের অন্ধ্রপ্রদেশ বিজয়নগরম জেলায় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ। এতে মারা গিয়েছেন অন্তত ১৩ জন এবং আহত ৫০ জন।
রেল সূত্রে জানা যায়, কর্মীদের ভূলেই এই ঘটনা হয়েছে। প্রধানমন্ত্রী দফতরের তরফে জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদি। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ, গুরুতর আহতদের ২ লক্ষ এবং সামান্য আহত যারা হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস।
বিশাখাপত্তনম থেকে পালাসা যাচ্ছিল ট্রেনটি। ধাক্কায় ফলে প্যাসেঞ্জার ট্রেনটির ৩টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। সেখানে জড়ো হয়েছেন বহু মানুষ। উদ্ধার কাজে হাত দিয়েছেন স্থানীয়রা। পূর্ব মধ্য রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ২টি ট্রেনের সংঘর্ষ হয়েছে।
তাতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে সেই সংখ্যাটা জানাযায়নি। উদ্ধার কাজ চলছে।
রেল সূত্রে জানা যায়, রেল কর্মীদের ভূল এই দুর্ঘটনা। লোকো পাইলট সিগন্যাল দেখেননি। ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।
আরএক্স/