Logo

বর্তমান পরিস্থিতি ভোটের তফসিল ঘোষণার জন্য অনুকূল: ইসি সচিব

profile picture
জনবাণী ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৩, ০৫:৪৬
35Shares
বর্তমান পরিস্থিতি ভোটের তফসিল ঘোষণার জন্য অনুকূল: ইসি সচিব
ছবি: সংগৃহীত

ইসি সচিব বলেন, “নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে।”

বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাঙ্গীর হোসেন। তিনি বলেছেন, বিদ্যমান পরিস্থিতি জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার জন্য অনুকূল। 

সোমবার (৩০ অক্টোবর) আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের পর এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ইসি সচিব বলেন, “নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “দ্বাদশ জাতী নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই।”

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম বলেন, “বৈঠকে গোয়েন্দা প্রতিবেদন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের বক্তব্য অনুযায়ী, জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “গতকাল হরতালের পর আগামী তিন দিন অবরোধ পালন করবে বিএনপি।”

বিজ্ঞাপন

ইসি সচিব আরও বলেন, “বিএনপির কর্মসূচিতে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকবে।”

বিজ্ঞাপন

নির্বাচনকে সামনে রেখে কমিশন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ প্রধান, র‌্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD