আবারও ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

লিওনেল মেসি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার, ভিনগ্রহের ফুটবলার, কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার যোগ্য উত্তরসরী.. তাকে যত বিশেষণেই বিশেষিত করা হোক না কেন তাও যেন কমতি রয়ে যায়। গত বছর বিশ্বকাপ জিতে তার ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতাকে পরিপূর্ণতায় রুপ দিয়েছেন এই ক্ষুদে জাদুকর।
এবার সাফল্যের মুকুটে আরেকটি রঙিন পালক যুক্ত করলেন লিওনেল মেসি। সোমবার প্যারিসে জমকালো আয়োজনে ব্যালন ডি'অর জিতলেন আর্জেন্টিনাইন অধিনায়ক। এটি তার অষ্টম ব্যালন ডি'অর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঁচটি ব্যালন ডি'অরের মালিক ক্রিশ্চিয়ানো রোনালদোকে আরও পেছনে ফেললেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
অষ্টম ব্যালন ডি'অর জিতে ম্যারাডোনাকে স্মরণ করেন মেসি। এদিন প্রয়াত আর্জেন্টাইন ফুটবল গ্রেটের জন্মদিন ছিল। তাই এই পুরস্কার তাকেই উৎসর্গ করে মেসি বলেন, 'আজ আমি ডিয়েগোর (ম্যারাডোনা) নাম উল্লেখ করতে চাই। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর মতো এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। ফুটবল পাগল অনেক মানুষ তাকে ভালোবাসেন, এমনটা তিনি চেয়েছিলেন। ডিয়েগো আপনি যেখানেই থাকুন, শুভ জন্মদিন। এই পুরস্কার আপনার জন্য।'
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন ভঙ্গের পথে বাংলাদেশের
এবছর ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়ের পারফরমেন্সকে। লিওনেল মেসি এ সময়ে ছিলেন দুর্দান্ত, ৪২ টি গোলের পাশাপাশি করেন ২৬ টি অ্যাসিস্ট। এ সময়ে সাবেক ক্লাব পিএসজির হয়ে লিগ ওয়ানসহ দুটি শিরোপা জেতেন এই তারকা। তবে তাকে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে রাখা হচ্ছিল অধরা বিশ্বকাপ জয়ের কারণে।
আরও পড়ুন: বিশ্বকাপে দলের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি
এবছর ব্যলন ডি’অর জিতে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন ক্লাবে থাকাকালে ব্যালন ডি'অর জয়ের রেকর্ড গড়েছেন তিনি।
পুরস্কারের দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা হাল্যান্ডকে নিয়ে মেসি বলেন, 'সেও (হাল্যান্ড) ভালোভাবে ব্যালন ডি'অরের দাবি রাখে। আর্লিং প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, সবগুলোতে সে শীর্ষ গোলদাতা ছিল। এই পুরস্কার আজ তোমারও হতে পারতো। আমি নিশ্চিত তুমি আগামীতে এটি জিতবে।'
জেবি/এসবি