ভারতে ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩


ভারতে ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের
নিহত বাবা-ছেলে। ছবি: সংগৃহীত

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা ও ছেলে। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয় আসামের ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর ২য় খন্ডে। 


মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬ টা ৩০ মিনিটে এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। 


জানা যায়, শিলচর রেলস্টেশন থেকে কুঞ্জমণি সিংহ তার ছেলে প্রবীণ সিংহ অটো করে ঘরে ফেরার সময় উত্তর কৃষ্ণপুরে মিজোরাম দিক থেকে আসা একটি এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে তাঁদের অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারাল ২ জনেই। 


এ মর্মান্তিক ঘটনার পর এলকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম‍ৃতদেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 


নিহতরা হলেন ঝরাগুল এলাকার বাসিন্দা। কুঞ্জমণি সিংহ একজন অবসরপ্রাপ্ত আসাম রাইফেলসের জওয়ান। তার ছেলে প্রবীণ সিংহ অটো চালক। নিজের অটো নিয়ে তারা এক আত্মীয়কে সকালে শিলচর রেল স্টেশনে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। 


এদিকে ঘাতক এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাকের মধ‍্যে বেশ কয়েকটি সিলিন্ডারের নিচের অংশ কাটা অবস্থায় পাওয়া যায়। এছাড়াও সিলিন্ডারের মধ‍্যে কয়েকটি মদের বোতল রয়েছে। এতে বোঝা যায় ট্রাকটি গ‍্যাস সিলিন্ডারের সরবরাহের পাশাপাশি অবৈধ মাদক ব‍্যবসায় জড়িত ছিল।


আরএক্স/