নেত্রীর ভূমিকায় বুবলী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান
সময়ের নায়িকা শবনম বুবলী। দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে রাতারাতি
পেয়েছেন তারকা খ্যাতি। এখন তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।
সম্প্রতি ‘লোকাল’ শিরোনামের
নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সাইফ চন্দনের পরিচালনায় এতে নেত্রীর ভূমিকায়
অবতীর্ণ হবেন বুবলী।
কয়েক দিন আগেই বুবলী এই সিনেমায় চুক্তিবদ্ধ হলেও সোমবার (৭ মার্চ) সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশ্যে আনেন নির্মাতা। তবে এই সিনেমায় নায়িকার সঙ্গে কোন নায়ক কেমিস্ট্রি জমাবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি।
নির্মাতা সূত্রের খবর, এই সিনেমায়
একটি মফস্বল এলাকার চিত্র উঠে আসবে। সেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপন
ও সংস্কৃতি তুলে ধরা হবে। সেখানে বেশ কিছু বাধা-বিপত্তি আসবে। তখনই নেত্রী রূপে হাজির
হবেন বুবলী। টাইগার মিডিয়ার প্রযোজনায় নায়ক চূড়ান্ত হলেই খুব শিগগিরই সিনেমাটির দৃশ্যধারণ
শুরু হবে।
এর আগে গত বছরের নভেম্বরে সাইফ
চন্দনের ‘কয়লা’ নামের
আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। অ্যাকশন থ্রিলার গল্পের সেই সিনেমাটিতেও এক
প্রতিবাদী নারীর চরিত্রে দেখা যাবে তাকে।
প্রসঙ্গত, বুবলী অভিনীত কয়েকটি
সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে আছে ‘ক্যাসিনো’,
‘তালাশ’,
‘রিভেঞ্জ’ ইত্যাদি।
এ ছাড়াও চলতি বছরের শুরুতেই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে বুবলীর প্রথম ওয়েব
ফিল্ম ‘টান’।
রায়হান রাফির পরিচালনায় এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ।
ওআ/