২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে সৌদি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

শেষ মুহূর্তে সরে গেছে অস্ট্রেলিয়া। তবে এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। অস্ট্রেলিয়ার ফুটবল কর্তৃপক্ষ জানায়, তারা এই বিশ্বকাপ বিডিংয়ে অংশগ্রহণ করবে না।
ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি।
২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরবের সঙ্গে বিডে নামতে চেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা বিড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।
আরও পড়ুন: আবারও ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি
এদিকে, ২০২৬ সালের বিশ্বকাপ হবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায়। এরপর ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেয়েছে মরক্কো, স্পেন ও পর্তুগাল। ওই হিসেবে ২০৩৪ সালের বিশ্বকাপ এশিয়া ও ওশেনিয়া মহাদেশে হবে বলে জানিয়েছিল ফিফা।
জেবি/এসবি