জম্মু-কাশ্মীরের জঙ্গি হামলায় ১ পুলিশকর্মী নিহত


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২৩


জম্মু-কাশ্মীরের জঙ্গি হামলায় ১ পুলিশকর্মী নিহত
ফাইল ছবি

ঘরে ঢুকে পুলিশ কর্মীকে খুন করল জঙ্গিরা। মঙ্গলবার (৩১ অক্টোবর ) জম্মু-কাশ্মীরের বারামুল্লায় এক পুলিশ কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালায় জঙ্গিরা। গুলিতে প্রাণ হারান পুলিশ কর্মী। 


এনিয়ে ৩ দিনে ৩ টি জঙ্গি হামলা হল উপত‍্যকায়। এদিন বারামুল্লার কারাল পোরায় নিজের বাড়িতেই ছিলেন জম্মু- কাশ্মীর পুলিশের কনস্টেবল গুলাম মহম্মদ দার। আচমকাই বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। 


এলোপাথাড়ি গুলিতে আহত হন ওই পুলিশকর্মী। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 


জম্মু-কাশ্মীর পুলিশ কনস্টেবল গুলাম মহম্মদ দারকে শহিদ ঘোষণা করেছে। জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান।


আরএক্স/