হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরাইলের ১১ সেনা নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩


হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরাইলের ১১ সেনা নিহত
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী ইসরাইলের, যারা মোসাদ নামে পরিচিত। ইসরাইলের সামরিক বাহিনীতে রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫০০ নিয়মিত সেনা। এছাড়া রিজার্ভ সৌন্যের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার। 


বয়স ১৮ বছর হলেই ইসরাইলের সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়। একবার তালিকাভুক্ত হলে পুরুষদের ৩২ মাস আর নারীদের ২৪ মাসের মতো সামরিক কার্যক্রমে অংশ নিতে হয়।


এত শক্তিশালী সেনাবাহিনী হওয়ার পরও হামাসের সাথে যেন তারা অসহায়, গাজায় চলছে হামাসের সাথে মোসাদের তুমুল সংঘর্ষ। আর এতে মঙ্গলবার ইসরাইলি বাহিনীর ১১ সেনা নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর ওয়েবসাইটে নিহত সেনাদের ছবি পোস্ট করা হয়েছে। যারা নিহত হয়েছে তাদের বয়স ১৯ বছর থেকে ২৪ বছরের মধ্যে।  এতে করে গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় ৩২৬ জন ইসরায়েলি সেনা নিহত হল।


মঙ্গলবারের এ সংঘর্ষে আরও ২ সেনা গুরতর আহত হয়েছে বলে জানায়, মোসাদ।এর আগে গাজায় শরণার্থী শিবিরে বর্বর হামলা চালায় ইসরায়েল, এতে নিহত হয় অর্ধশতাধিক বেসামরিক ফিলিস্তিনি।


মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত ৭ অক্টোবর ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।


হামাসের এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৪০০ ইসরাইলি। নিহতদের মধ্যে ৩২৬ জন সেনাসদস্য রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। হামাসের হামলায় আহত হয়েছেন আরও ৪ হাজার ৪০০ জনেরও বেশি ইসরাইলি। এছাড়া সেনা কর্মকর্তা ও সৈনিকসহ আরও দুই শতাধিক মানুষকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস।


এই ঘটনার জের ধরে গত ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বিমান বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে।


জেবি/এসবি