উদ্বাস্তুদের সহায়তা করতে ইয়েমেন গেলেন অ্যাঞ্জেলিনা জোলি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


উদ্বাস্তুদের সহায়তা করতে ইয়েমেন গেলেন অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বর্তমানে ইয়েমেনে আছেন। তিনি সেখানে গিয়েছেন ইয়েমেনি শরণার্থীদের সহায়তা করতে। খবর পিংকভিল ‘র।

ইয়েমেনে বর্তমানে যুদ্ধ চলছে। সেখানকার মানুষ মানবেতর জীবনযাপন করছে, বিশেষত ইয়েমেনের শিশুদের অবস্থা খুবই করুণ।

জোলি ইনস্টাগ্রাম-এ এক পোস্টে এ পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি লিখছেন, ইয়েমেনের পরিস্থিতি বিশ্বের সবচেয়ে মানবিক সংকটগুলোর একটি।

জোলি জানান, তিনি ইয়েমেনের এডেনে পৌঁছেছেন। সেখানে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর সাথে কাজ করবেন তিনি।

Angelina Jolie Joins Instagram: See Her Moving First Post - E! Online

এদিকে কয়েক বছর অভিনয়ে ততটা নিয়মিত নন অ্যাঞ্জেলিনা জোলি। গেল এক বছরে যদিও দুই ছবি মুক্তি পেয়েছে, কিন্তু তাতে ভক্তদের মন ভরবে কেন। তবে জোলি ভক্তদের জন্য সুসংবাদ—অভিনয়ে নিয়মিত হচ্ছেন তিনি। প্রযোজনা সংস্থা ‘ফ্রিমেন্টেল’-এর সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন তিনি।

Angelina Jolie Takes Daughter To D.C. | Vermilion County First

চুক্তির আওতায় অস্কারজয়ী অভিনেত্রীকে প্রযোজনা সংস্থাটির টিভি সিরিজ, চলচ্চিত্র ও তথ্যচিত্রে দেখা যাবে। ‘ফ্রিমেন্টেল’ ও জোলির কাজ শুরু হতে যাচ্ছে জনপ্রিয় বই ‘উইদাউট ব্লাড’ অবলম্বনে নতুন একটি প্রজেক্ট দিয়ে। প্রযোজনা ও পরিচালনা করবেন জোলি, শুটিং হবে ইতালিতে। অভিনয়ে নতুন চুক্তি প্রসঙ্গে এক বিবৃতিতে জোলি বলেন, ‘বিশ্বের দর্শকের কাছে স্বাধীনভাবে গল্প বলার স্বাধীনতা ভীষণ গুরুত্বপূর্ণ। নিবেদিতপ্রাণ এই টিম, যাঁদের একটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি আছে তাঁদের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি। ’ 

Angelina Jolie and Her Kids Won the Red Carpet at the “Eternals” Rome  Premiere — See Photos | Teen Vogue

চুক্তি প্রসঙ্গে ‘ফ্রিমেন্টেল’-এর গ্লোবাল প্রধান নির্বাহী জেনিফার মুলিন বলেন, ‘জোলির সঙ্গে চুক্তি করতে পেরে আমরা রোমাঞ্চিত। প্রযোজনা, পরিচালনা, অভিনয় ও মানবতাবাদী কাজ মিলিয়ে তিনি তাঁর ক্যারিয়ারের সেরা সময়ে আছেন। আমরা দুনিয়ার নানা প্রান্তের গল্গ তুলে এনে মানুষের কাছে পৌঁছে দেব। বৈশ্বিক দর্শকদের কাছে শক্তিশালী ও অভিনব গল্প নিয়ে আসার ব্যাপারে আমরা আশাবাদী। ’

আ/