ছেলের বিয়ের নিমন্ত্রণপত্র নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা বাবার মৃত্যু
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৩
ছেলের বিয়ের নিমন্ত্রণপত্র নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু। প্রাক্তন সেনা সৈনিক লক্ষীরাম বরা তার ছেলে বিয়ের নিমন্ত্রণপত্র আত্মীয়দের কাছে পৌঁছে দিতে বাইকে নিয়ে বের হয়েছিলেন। রাস্তায় ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
বুধবার (১ নভেম্বর ) তিনি চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুর্ঘটনাটি সংগঠিত হয় আসামরাজ্যের নগাঁওয়ের উরিয়াগাঁওয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর ) বিকেলে।
এএস০২ ইউ ৯৯১৩ নম্বরের একটি মারুতি ভ্যান তাঁর বাইকে (এএস ০২ বি ৪৬৯৬) ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
বাইক থেকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান তিনি। ভ্যান ধাক্কায় গুরুতর আহত লক্ষীরামকে নগাঁও থেকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।
নিহত লক্ষীরাম বরা, তিনি উরিয়াগাঁওয়ের বাসিন্দা। বৃহস্পতিবার (২ নভেম্বর ) ময়নাতদন্তের পর বরার মৃতদেহ তাঁর বাড়িতে প্রেরন করা হয়। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরএক্স/