ইংল্যান্ডকে ২৮৭ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩


ইংল্যান্ডকে ২৮৭ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপের ৩৬তম ম্যাচে ভারতের আহমেদাবাদে ইংলিশদের ২৮৭ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলের শেষের দিকে থাকা ইংলিশদের জন্য এটা মুখরক্ষার ম্যাচ।


এর কারণ, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এর আগে হেরেছে টানা ৬ ম্যাচে। ফলে ১ ম্যাচে জয় পাওয়া ইংল্যান্ডের সেমিফাইনালের আশা আগেই শেষ হয়ে গেছে।


অপরদিকে, ৬ ম্যাচের চারটায় জিতে সেমিফাইনালের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে অস্ট্রেলিয়া। আজকের ম্যাচে জয় পেলে অজিদের সেমির পথটা অনেকটা মসৃণ হবে।


আরও পড়ুন: বিশ্বকাপ শেষ হার্ডিক পান্ডিয়ার, বিপাকে ভারত


তবে ইংল্যান্ডদের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার আজ সুবিধা করতে পারেননি। তবে স্টিভেন স্মিথের সাথে ৭৫ রানের জুটি গড়ে তাল সামলে নেন মার্নাস লাবুশানে। তার ব্যাটে আসে ৭১ রান। আর স্মিথ থামেন ৪৪ রানে।


৫২ বলে ৪৭ রান করে ক্যামেরুন গ্রিন অস্ট্রেলিয়াদের অনেকটা এগিয়ে দেন। ইংরেজদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ক্রিস ওকস। ৪৯.৩ ওভারে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।


জেবি/এসবি