ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে প্রাণ গেল বিজেপি নেতার!


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:০০ পূর্বাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩


ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে প্রাণ গেল বিজেপি নেতার!
বিজেপি নেতা রতন দুবে

ভোটের মুখে মাওবাদীদের হাতে খুন হলেন ভারতের ছত্তিশগড়ের এক বিজেপি নেতা। আগামী ৭ নভেম্বর রাজ‍্যে প্রথম দফা ভোটগ্রহণ। তার আগে গেরুয়া নেতার হত‍্যাকান্ডে ব‍্যাপক চাঞ্চল‍্যের সৃষ্টি হয়েছে এলাকায়। 


খবর পেয়ে নেতার মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ছত্তিশগড়ে ২ দফার ভোটগ্রহণ ৭ ও ১৭ নভেম্বর। গেরুয়া শিবিরের হয়ে ভোটের প্রচার চালাচ্ছিলেন বিজেপি নেতা রতন দুবে। নারায়ণপুর জেলা সংগঠনের সহ সভাপতি রতন। 


পুলিশ জানিয়েছে, শনিবার (৪ নভেম্বর) কৌশলনর এলাকায় মাওবাদীরা হত‍্যা করেছে বিজেপি নেতাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের একটি দল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 


বিজেপির দাবি, একটি প্রান্তিক গ্রামে ভোটের প্রচার চালানোর মাঝেই হামলা হয়েছে নেতার উপরে। তাকে হত‍্যা করে পালায় দৃস্কৃতীরা। কৌশলনর মাওবাদী উপদ্রুত এলাকা।


আরএক্স/