শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন সাকিব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:৩২ এএম, ৭ই নভেম্বর ২০২৩

চলমান ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা বিপক্ষে সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর ১৬৯ রানের জুটিতেই ম্যাচ জয়ের অনেকটা কাছে চলে গিয়েছিল বাংলাদেশ। পরে দলকে আরো এগিয়ে নেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দারুণ দলীয় মেলবন্ধনে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
ম্যচে ৬৫ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দেওয়া নাজমুল হোসেন শান্তও কিছুক্ষণ পর ফেরেন ১০১ বলে ৯০ রানের ইনিংস খেলে। এর আগে বল হাতে ২ উইকেট নেন সাকিব। ফলে বাংলাদেশের জয়ে ফেরার দিনে ম্যাচসেরাও নির্বাচিত হন সাকিব।
লঙ্কানদের ৩ উইকেট হারিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে শুরুতে নিজের উইকেট নিয়ে সাকিব বলেন, “তারা দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় (মেন্ডিস এবং সামারাবিক্রমা)। এই দুটি উইকেট পাওয়া বড় কিছু ছিল। এখানে আসলে বোলারদের জন্য খুব বেশি কিছু ছিল না, তবে আমরা সত্যিই ভাল বল করেছি। স্পিনাররা তাদের সামর্থ্য দেখিয়েছে। দারুণ বোলিং করেছে দুই স্পিনারই।”
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম 'টাইম আউট' হলেন ম্যাথিউস
দলের বোলারদের নিয়ে বলেন সাকিব, “বিশ্বকাপ শুরুর আগপর্যন্ত ফাস্ট বোলাররা সত্যিই ভালো বোলিং করেছিল। যদিও এখানে এসে তারা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু আমরা জানতাম যে আমরা লড়াই করতে পারি, আমাদের সেই মানসিকতা ছিল। আমরা বিশ্বাস রেখেছিলাম এবং আমরা ফিরে আসতে পারব।”
আরও পড়ুন: বিশ্বকাপে প্রথমবার উইকেট পেলেন তানজিম
নিজের রানে ফেরা নিয়ে সাকিব বলেন, “মাঠের সীমানা সাহায্য করেছিল। ছোট বাউন্ডারি এবং বলের অনেক গতি ছিল। তাই আমি শুধু পেস ব্যবহার করেছি। শুরু করার পর আমি আর পেছনে ফিরে তাকাইনি। (সেরা পারফরম্যান্স একটু দেরিতে আসল) আমরা আরও ধারাবাহিক হতে পারতাম, যা অবশ্যই হতাশার।”
জেবি/এসবি