প্রেমের তাবিজ না দেওয়ায় মসজিদের ইমামকে হত্যা!


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩


প্রেমের তাবিজ না দেওয়ায় মসজিদের ইমামকে হত্যা!
ছবি: সংগৃহীত

আসামরাজ‍্যরে তিনসুকিয়া জেলার মাকুম কালাবাড়ির ইমাম হত‍্যার সাক্ষীই খুনি। 


প্রেমের তাবিজ না দেওয়ায় সাক্ষী ইব্রাহিম আহমেদ (৩২) ইমাম তাহজিবুল ইসলাম (৫২) কে হত‍্যা করেছেন বলে এমন খবর ছড়িয়েছে। 


রবিবার (৫ নভেম্বর) হত্যার কয়েক ঘন্টা পর গ্রেফতার  করা হয় অভিযুক্তকে। এর আগে গ্রেফতার হওয়া ইব্রাহিম পুলিশকে জানায়, ইমামকে হত‍্যা করা ব‍্যক্তিকে যেতে দেখেছে সে। একই কথা সংবাদ মাধ‍্যমকেও জানায়। 


স্থানীয় জনতা ঘুণাক্ষরে টের পায়নি সে এ কাণ্ডটি ঘটিয়েছে। খুনিকে চিনতে পারছেন না বললে সবাই ইব্রাহিমের কথা বিশ্বাস করে এবং হত‍্যাকান্ডের নানা বানোয়াট গল্প মানুষের মধ‍্যে ছড়িয়ে পড়ে। ইব্রাহিম গণমাধ্যমকে জানান, তিনি ওই হত‍্যাকান্ডের প্রত‍্যক্ষদর্শী। 


একটি সূত্র অনুসারে, ইব্রাহিম এক যুবতীর প্রেমে পড়ে ছিলেন এবং তাকে জয় করার জন‍্য ইমামের কাছে একটি সম্মোহনী তাবিজ চেয়েছিলেন। 


সূত্রটি জানায়, তাবিজ না পাওয়ায় ইব্রাহিম ইমামকে হত‍্যা করে। কালাবাড়ির যুবক মফিজ উদ্দিন আলি মসজিদ থেকে পালিয়ে যাওয়ার পর ইব্রাহিমের কাপড়ে রক্তের দাগ দেখতে পান। 


ইমামকে হত‍্যার পর ইব্রাহিম তার পোশাক পরিবর্তন করে স্থানীয়দের সঙ্গে মিশে যায়। তবে ইমাম হত‍্যার বিষয়ে ইব্রাহিম পুলিশকে কি বলেছেন তা জানা যায়নি। নির্দোষ ইমাম তাহজিবুল ইসলামকে হত‍্যার অভিযোগে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। 


অতিরিক্ত পুলিশ সুপার বিভাস দাস ও মাকুম থানার ওসি ভাস্কর বরুয়া জানান, ইমাম খুনে ব‍্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। আরোও জানান, বিহারের কিষাণগঞ্জে ইমামের পরিবারকে  বার্তা পাঠানো হয়েছে। উল্লেখ্য, রবিবার (৫ নভেম্বর ) ফজরের আজান দেওয়ার সময় ইমামকে হত‍্যা করা হয়।


আরএক্স/