কাটিগড়ায় ৩ বাংলাদেশি নাগরিক আটক
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩
আসামরাজ্যরে কাছাড়ের কাটিগড়ায় ৩ বাংলাদেশি নাগরিক ধরা পড়লেন।
ভারত- বাংলা সীমান্তের কাছাড়জেলার কাটিগড়া অঞ্চলের কিন্নখাল বাজার থেকে সোমবার (৬ নভেম্বর ) রাতে গ্রামরক্ষী বাহিনী আটক করে ৩ বাংলাদেশি নাগরিককে।
জানা যায়, সোমবার (৬ নভেম্বর ) রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের কাটিগড়া কিন্নখাল বাজারে ৩ জন লোককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয় কর্মরত গ্রামরক্ষী বাহিনীর। তারা ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে বেরিয়ে আসে আসল রহস্য। তারা স্বীকার করে বাংলাদেশি নাগরিক বলে কাছাড় থেকে চুরি করা মহিষ বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বলে জানায়।
ভিডিপি কর্মীরা পুলিশকে জানালে পুলিশ পৌঁছে ৩ বাংলাদেশি নাগরিককে তাদের হেফাজতে নেয় এবং উদ্ধার করে বেশকিছু চুকানো অস্ত্রসহ আপত্তিজনক সামগ্রী।
আরএক্স/