মায়ের পিন্ড দান করতে নদীতে ডুবে নিখোঁজ ২ ভাই
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩
হৃদয় বিদারক ঘটনা ঘটল আসামরাজ্যের ডিব্রুগড়ে। ডিব্রুগড় মোহনাঘাটে ব্রক্ষপুত্রে মায়ের পিন্ড দান করতে গিয়ে তলিয়ে গেল ২ ভাই।
বুধবার (৮ নভেম্বর ) সকালে এই হৃদয় বিদারক ঘটনাটি সংগঠিত হয়। ৬ মাস আগে মারা যাওয়া মায়ের পিন্ড দান করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তারা ডিব্রুগড়ের আমোলপট্রি এলাকার বাসিন্দা দিগন্ত কাকতি ও অনন্ত কাকতি নামের ২ ভাই।
জানা যায়, পিন্ড দিতে গিয়ে নদীতে পড়ে যান দিগন্ত। তাকে উদ্ধার করতে গিয়ে তার ছোট ভাই অনন্ত ডুবে যায়। দিগন্ত কাকতি বিবাহিত এবং ২ কন্যার জনক।
অন্যদিকে অনন্ত ছিলেন অবিবাহিত। এসডিআরএফ বাহিনী সদস্যরা ভাইদের মৃতদেহ উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে।
আরএক্স/