ভারতের হরিয়ানায় মদ খেয়ে ৬জন নিহত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩
বিষমদ খেয়ে মৃত্যু মিছিল ভারতের হরিয়ানায়। গত ২ দিনে প্রাণ হারিয়েছেন ৬ জন। তাঁদের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে বিষমদ খেয়েই চরম পরিণতি বলে অনুমান তাঁদের।
পুলিশ জানায়, বুধবার (৮ নভেম্বর ) হরিয়ানা রাজ্যের এক হাসপাতাল থেকে একব্যক্তির মৃত্যুর পর বিষমদ ঘিরে অভিযোগ তোলা হয়। সেটি খতিয়ে দেখার সময়েই আরও ৫ জনের মৃত্যুর খবর পৌঁছায় পুলিশের কাছে।
জানা যায়, মঙ্গলবার (৭ নভেম্বর ) রাতেই ২ জেলায় মদ্যপানের পরেই এই ঘটনা ঘটেছে। হাসপাতালে যাঁর মৃত্যু হয়েছে, তিনি কয়েক ঘন্টা আগেই মদ্যপান করেছিলেন বলে জানা গেছে।
বাকি ৫ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয় মঙ্গলবার (৭ নভেম্বর ) রাতেই। বাকি ৩ জন প্রাণ হারান বুধবার (৮ নভেম্বর )।
কিন্তু পুলিশকে না জানিয়েই ৫ জনের শেষকৃত্য সম্পন্ন করেছে তাঁদের পরিবার। ফলে সেক্ষেত্রে আর ময়নাতদন্ত করা সম্ভব নয়। তবে হাসপাতালে যাঁর মৃত্যু হয়েছে, তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরএক্স/