মুম্বাইয়ের এসইউভি ধাক্কা মারল একের পর এক গাড়িকে, নিহত ৩
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৩
দ্রুতগতিতে ছুটে এসে একের পর এক গাড়িকে ধাক্কা মারল একটি এসইউভি। ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, আহত অন্তত ৬ জন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর ) রাতে মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সি লিংকের টোল প্লাজায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে প্রকাশ, এসইউভি গাড়িটি প্রচন্ড গতিতে বান্দ্রার দিকে আসছিল। রাত ১০টা ১৫ মিনিটে বান্দ্রা-ওরলি সি লিংকের টোল প্লাজার ১০০ মিটার আগে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এসইউভিটির। ঘটনাস্থলে থেকে পালাতে গিয়ে টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা আরও বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে গাড়িটি। মারা যান ২জন মহিলা সহ ৩জন।
এসইউভি গাড়ির চালক ও আহত হয়েছেন। তবে আঘাত গুরুতর নয়। তাকে গ্রেফতার করা হয়েছে। ঘাতক গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।
আরএক্স/