গুরুগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩


গুরুগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ছবি: সংগৃহীত

রাতে তেল ভর্তি ট‍্যাংকার ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়িতে। ঘটনাটি ঘটে দিল্লি - জয়পুর জাতীয় সড়কের অন্তগর্ত গুরুগ্রামের সিদ্রাউলি গ্রামে কাছে। 


পুলিশ জানায়, তেলভর্তি ট‍্যাংকারটি জয়পুর থেকে আসছিল। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে একটি গাড়িকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান গাড়িতে থাকা ৩ জন। এখানেই শেষ নয়। গাড়িতে ধাক্কায় মারার পর তেলের ট‍্যাংস্কারটি একটি পিকআপ ভ‍্যানকে ও ধাক্কা মারে। 


গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। মারা যান পিক অ‍্যাপ ভ‍্যানের চালক। ঘটনার খবর পেয়ে হাজির হয় পুলিশ। 


কিন্তু ট‍্যাংকার চালককে ধরা যায়নি। ৪ জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।


আরএক্স/