কাশ্মীরের ডাল লেকের হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশি নিহত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩
জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অবস্থিত ডাল লেকে হাউসবোটে শনিবার (১১ নভেম্বর ) অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। এতে বাংলাদেশের ৩ পর্যটকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
তবে এখনও পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। আগুন লাগার কারণও এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এদিন সকালে একটি বিশাল অগ্নিকান্ডে হ্রদের বেশ কয়েকটি হাউসবোট ছাই হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর মৃতদেহগুলি পাওয়া যায়।
অগ্নিকান্ডে পুড়ে যাওয়া সাফিনা হাউসবোটে ওই ৩ বাংলাদেশি পর্যটক ছিলেন। আগুনে অন্তত ৫টি হাউসবোট পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
অগ্নিকান্ডে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে পর্যটক মহলে, উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় পর্যটন দফতরেও।
আরএক্স/