ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:২৪ পিএম, ১৩ই নভেম্বর ২০২৩

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের কাশিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেন তারাকান্দা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।
আরও পড়ুন: ময়মনসিংহে আশ্রয়ণ প্রকল্পে গিয়ে ঘরে বসে ভাত খেলেন বিভাগীয় কমিশনার
তিনি জানান, ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় থেকে অটোরিকশাটি নেত্রকোনার দিকে যাচ্ছিল। পরে কাশিগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত বাকি দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ওসি মো. আব্দুল্লাহ আল মামুন আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহতের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
