রাজস্থান সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্য নিহত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩
ভারতের রাজস্থানের বুন্দিজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের একটি পরিবারের ৪ সদস্যের।
জানা যায়, রবিবার (১২ নভেম্বর) তারা যে গাড়িটি করে যাচ্ছিলেন সেটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। মৃতরা সকলেই মধ্যপ্রদেশের আগরমালওয়া জেলার গাঙ্গুখেদি গ্রামের বাসিন্দা।
পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। সামনে থাকা ট্রাকটি হঠাৎ ব্রেক মারায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। ১জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার ও মৃত্যু হয়েছে।
ট্রাকটি ঘটনাস্থলেই ফেলে রেখে পলাতক চালক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরএক্স/