সেপটিক ট‍্যাংক পরিষ্কার করতে নেমে নিহত ৪


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩


সেপটিক ট‍্যাংক পরিষ্কার করতে নেমে নিহত ৪
সেপটিক ট‍্যাংক। ছবি: সংগৃহীত

সেপটিক ট‍্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ‍্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল ৪ শ্রমিক। 


মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের সুরাটের পানসানা-কাটোডরা রোডে। মৃতরা সকলেই বিহারের বাসিন্দা বলে জানা গেছে। 


পুলিশ জানায়, প্রথমে ২ শ্রমিক সেপটিক ট‍্যাংক পরিস্কার করতে নেমেছিল। কিন্তু দীর্ঘক্ষণ তাঁদের কোন ও সাড়াশব্দ না পেয়ে আরও ২ শ্রমিক সেপটিক ট‍্যাংকে নামে। তাঁদের ও আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। 


স্থানীয়রাই ঘটনার কথা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ৪ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু মারা যায় ৪ শ্রমিক। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরএক্স/