ডিপজলের প্যানেলে নির্বাচন করা নিয়ে মুখ খুললেন জায়েদ খান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩


ডিপজলের প্যানেলে নির্বাচন করা নিয়ে মুখ খুললেন জায়েদ খান
ফাইল ছবি

আপাতত শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান। তিনি জানান, হাতে অনেক কাজ আছে, সেগুলো নিয়েই ভাবছেন 


সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন এ চিত্রনায়ক।  


শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন কি? উত্তরে জায়েদ খান বলেন, “আমি তো নির্বাচিত হয়েও চেয়ারে বসতে পারছি না। কত কিছুই তো হলো। এসব নোংরামিতে আমার যাওয়ার আর ইচ্ছা নেই।”


আরও পড়ুন: হাফিজ খানের বেঈমান মেয়ে


ডিপজলের প্যানেল থেকে অফার পেলে তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা? বললেন, “আগে জাতীয় নির্বাচন, তার পর শিল্পী সমিতির নির্বাচন।”


আরও পড়ুন: এবার অ্যাটলির সিনেমায় শাহরুখ-বিজয়


তিনি আরও বলেন, “শিল্পী সমিতিতে থাকাবস্থায় কোনো কাজ করতে পারিনি। হাতে অনেক কাজ জমে গেছে। সেগুলো একে একে শেষ করব।”


জেবি/এসবি