৭ জানুয়ারি ভোট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩


৭ জানুয়ারি ভোট
ফাইল ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কাজী হাবিবুল আউয়ায়ের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। মনোয়ন জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর। বাছাই ১-৪ ডিসেম্বর। নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।


বুধবার (১৫ নভেম্বর)সন্ধ্যায় জাতির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।


দ্বাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী- যেসব সিদ্ধান্ত নিয়েছিল ইসি, তারই ধারাবাহিকতায় বিকাল ৫টায় নির্বাচন-সংক্রান্ত ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। এই সভার সিদ্ধান্তক্রমে সন্ধ্যা ৭টায় বাংলাদেশের সব গণমাধ্যমে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার ভাষণ দেন। ভাষণে দ্বাদশ জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি বা তফসিল ঘোষণা করেন তিনি।


আরও পড়ুন: তফসিল চূড়ান্ত করতে বৈঠকে ইসি


সিইসি জানান, রাজনৈতিক দলগুলো প্রতীক বরাদ্দের পর থেকে ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত প্রচার চালাতে পারবে।


আরও পড়ুন: ইসিতে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন


এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ করা রয়েছে।


জেবি/এসবি