Logo

ফুড পয়জনিং-এর পরে স্লিপিং পিল খাই: তানজিন তিশা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৩, ০৪:৩৬
61Shares
ফুড পয়জনিং-এর পরে স্লিপিং পিল খাই: তানজিন তিশা
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সকাল থেকে তার আত্মহত্যার চেষ্টা নিয়ে বেশ কিছু সংবাদ প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে।

বিজ্ঞাপন

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অবশেষে  অসুস্থতা ও আত্মহত্যার চেষ্টা নিয়ে মুখ খুলেছেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকে তার আত্মহত্যার চেষ্টা নিয়ে বেশ কিছু সংবাদ প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। 

বিজ্ঞাপন

দৈনিক জনবাণী পাঠকদের জন্য  ফেসবুকে পোস্টটি হুবহু তুলে ধরা হলো- 

বিজ্ঞাপন

“আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই।আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিং-এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিলো তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ন সুস্থ।

বিজ্ঞাপন

আরো একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুইবছর আগে বাবা মারা যায় এবং বিষয়টি আমাকে এতোটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোন মানুষ অথবা যেকোন মানুষের জন্যই জীবনে নিবোনা।

সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে।

বিজ্ঞাপন

 সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। 

বিজ্ঞাপন

যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্ল্যেখ করে স্পেশালি  [আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ ] *** যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করবো। ধন্যবাদ।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD