খেলতে গিয়ে নদীতে ডুবে ২ নাবালকের মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩


খেলতে গিয়ে নদীতে ডুবে ২ নাবালকের মৃত্যু
ছবি: সংগৃহীত

নদীর ধারে খেলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হল ২ নাবালকের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের জয়গাঁর শুক্রাজোতে। 


জানা যায়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে নদীর ধারে খেলতে গিয়েছিল রমিত নাগাসিয়া ও ভোলা বরাই। তাদের সঙ্গে খেলতে গিয়েছিল আরও ২ বন্ধু।


এরপর নদীতে মাছ ধরতে গিয়ে গভীর জলে চলে যায় ২ নাবালক। ঘটনার বিষয়ে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যদের জানায় বাকি ২ বন্ধু। এরপর খবর দেওয়া হয় জয়গাঁ থানায়। 


খবর পেয়ে কালচিনির বিডিও জয়দীপ চক্রবর্তী সিভিল ডিফেন্স কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালিয়ে ২ নাবালকের মৃতদেহ উদ্ধার করেন। গোটা ঘটনার তদন্তে পুলিশ।


আরএক্স/