ধান পাকতেই হাতির তাণ্ডবে ১৬ দিনে ১০ জনের প্রাণহানী


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৩


ধান পাকতেই হাতির তাণ্ডবে ১৬ দিনে ১০ জনের প্রাণহানী
ছবি: সংগৃহীত

ধান পাকতেই ভারতের উত্তরবঙ্গে হাতি মানুষের সংঘাত চরমে। নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত হাতির হামলায় প্রাণ হারালেন ১০ জন। 


বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পর্যন্ত চলিত বছরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫। ধারাবাহিক মৃত্যুর ঘটনায় উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমা ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 


বিকেলের পর গ্রামের বাসিন্দারা বাড়ির বাইরে পা বাড়াতে সাহস পাচ্ছে না। আবার অনেকেরই বিনিদ্র রাত কাটছে ধান পাহারায়। তবু রেহাই মিলছে না। 


ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, বনদপ্তরের তরফে নজরদারি বাড়ানো হলে পরিস্থিতি যে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বেড়ে চলা ঘটনা তারই প্রমাণ। 


এদিকে বেগতিক অবস্থা দেখে শিলিগুড়ি মহকুমা পরিষদের তরফে প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে সতর্ক করে গ্রামবাসীদের মাঝে সার্চ লাইট, পটকা বিলি করা হয়েছে।


আরএক্স/