টাইগারদের বিপক্ষে প্রোটিয়াদের পূর্ণ শক্তির দল ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


টাইগারদের বিপক্ষে প্রোটিয়াদের পূর্ণ শক্তির দল ঘোষণা

আইপিএলের ৮ ক্রিকেটারসহ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে উভয় দল। সেটিকে সামনে রেখে ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।  তবে ফিটনেস টেস্টে না উৎরানোয় আইনরিখ নরকিয়া এবং সিসান্দা মাগালাকে পাওয়া যাবে না এই সিরিজে।

মঙ্গলবার (৮ মার্চ) প্রকাশিত এই দলে জায়গা পেয়েছেন দেশটির সেরা ক্রিকেটাররাই। সফরকারী টাইগারদের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়ারা।

মার্চের ১৮ থেকে ২৩ তারিখ পর্যন্ত সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে ৩টি ওয়ানডে ম্যাচ। আইপিএলে ফেরত কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, র‍্যাসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো ইয়ানসেন- এই ৮ ক্রিকেটারকে এই সিরিজে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), যুবাইত হামজা, মার্কো ইয়ানসেন, ইয়ানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েইন পারনেল, আন্দিলে ফেলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, র‍্যাসি ভ্যান ডার ডাসেন, কাইল, ভেরাইন্নে।

এসএ/