ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে, নিহত ৮
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৩
ভারতের উত্তরাখণ্ডে ফের সড়ক দুর্ঘটনা। নৈনিতালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি পিক আপ ভ্যান এই ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুরুতর আহত হয়েছেন ৩ জন।
শুক্রবার (১৭ নভেম্বর ) সকাল ৮ টায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি চেদাখানমিদার সড়ক ধরে পাটলোট থেকে আমজাদ গ্রামের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি বাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় সেটি।
পুলিশ সুপার প্রহ্লাদ নারায়ণ মিনা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। গুরুতর আহত অবস্থায় ২জনকে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই মৃত্যু হয় তাদের ও। আহত ৩ জন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী। এর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
আরএক্স/