বিশাখাপত্তনমের বন্দরে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩০ কোটির সম্পত্তি
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩
মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ভারতের অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমের এক বন্দরে। পুড়ে ছাই অন্তত পক্ষে ৩০টি মাছ ধরার নৌকা। মৎস্যজীবীদের দাবি, অগ্নিকান্ডে ৩০ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় হতাহতের খবর নেই।
পুলিশ সূত্রে প্রকাশ, অগ্নিকাণ্ডটি ঘটেছে রবিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১ টায়। বন্দরে নোঙর করানো ছিল একাধিক নৌকা। সেখানে একটি নৌকা থেকে পরপর পাশের নৌকাগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। নৌকায় রাখা সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ও হয়।
নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ৩০ টি নৌকা। রাতেই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাতভর আগুন নিয়ন্ত্রণের কাজ চলেছে। মৎস্যজীবীদের অনুমান, বন্দরে রাখা একটি নৌকায় পার্টি চলছিল।
সেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। তাছাড়াও এর পিছনে কোনও দুস্কৃতী দলের যোগ থাকতে পারে। কিভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।