ফের বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

আবারও টিম ম্যানেজার পদ ফিরেছেন নাফিস ইকবাল। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেটে ঘটেছিল ব্যাপক নাটকীয়তা। বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে ফের তাকে দেখা যাবে বরাবরের মতো টাইগারদের টিম ম্যানেজার হিসেবে।
আরও পড়ুন: বিশ্বকাপ ট্রফির ওপর দুই পা দিয়ে সেলিব্রেট করলেন মিচেল মার্শ
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাফিস নিজেই। জানিয়েছেন, আপাতত ঘরের মাঠে এই সিরিজের জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন করে দায়িত্ব পাওয়ার ব্যাপারে গণমাধ্যমকে তিনি বলেন, “জি, বিসিবি নতুন করে আমাকে নিয়োগ দিয়েছে। কাজ শুরু করেছি। দোয়া করবেন।”
জেবি/এসবি