ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩


ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন কারাবাসের পর দেশে ফিরলেন ৭ বাংলাদেশি নাগরিক। 


সোমবার (২০ নভেম্বর) আসামরাজ‍্যের করিমগঞ্জজেলার সুতারকান্দি- বিয়ানিবাজারের শেওলা শুল্ক স্থল বন্দর দিয়ে তারা দেশে ফিরেছেন। 


এদিন বিএসএফ, আসাম পুলিশের সীমান্ত শাখার পক্ষ থেকে শেওলা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে ৭ বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ভারতে কারাবাসের পর দেশে ফেরার খবর পেয়ে সকাল থেকেই শেওলা শুল্ক স্থলবন্দরে আসেন তাদের আত্মীয়স্বজনরা। 


জেল হাজত থেকে স্বদেশ ফেরত ব‍্যক্তিরা যথাক্রমে গোলাপগঞ্জের সাহিদা বেগম, খুলনার শারমিন বেগম, বাবুল সরদার, নড়াইলের ইসমাইল শেখ, শাকিব শেখ, শাকিল শেখ এবং কুড়িগ্রামের আব্দুল ওদুদ মন্ডল। 


বেশি রোজগারের আশায় তাঁরা দালালদের মাধ্যমে অবৈধভাবে পাড়ি জমান ভারতে। কিছুদিন কাজকর্ম করার পর সীমান্ত সুরক্ষা বাহিনী সহ রেল পুলিশের হাতে আটক হন তাঁরা। তাদের ঠাঁই হয় কারাগারে।


আরএক্স/