হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় ২ যুবকের যাবজ্জীবন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৬ পিএম, ২১শে নভেম্বর ২০২৩

মা-মেয়েকে ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদশে দিয়েছেন আদালত।
হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদশে দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক মো. জাহিদুল হক মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন–চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের জীবধরছড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও একই গ্রামের হুসেন আলীর ছেলে সালাউদ্দিন (২৪)।
মামলা সূত্রে জানা যায়, চুনারুঘাটের একটি গ্রামে ২০২০ সালে ২ অক্টোবর রাত ৮টার দিকে ঘরে ঢুকে মা–মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যান আসামিরা। এ ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
পুলিশ দীর্ঘ তদন্ত করে ২০২২ সালের ২০ জুন আদালতে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আসামিদের অনুপস্থিতিত এই রায় ঘোষণা করেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল মনসুর। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
আরএক্স/