রাগে লিভ ইন পার্টনারের গোপনাঙ্গ কেটে দিল তরুণী
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩
ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনায় সম্পর্কের টানাপোড়েনের জেরে লিভ ইন পার্টনারের গোপনাঙ্গ কেটে খুনের চেষ্টা করেছে এক তরুণী।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ইতোমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম শম্পা কাঞ্জি ওরফে নীলিমা।
জানা যায়, ২৪ পরগনার বাসিন্দা সে। বহু বছর আগে অনুপ কাঞ্জি নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তার। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদ হয়ে যায় দম্পতির। তারপর বাপি মোল্লা ওরফে শাহ আলম নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায় নীলিমা। ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনার কালি তলার আশুতি থানার অন্তগর্ত চট্টাগ্রাম পঞ্চায়েতের গায়েনের পোলের কাছে ৫ বছর ধরে ভাড়া থাকতে শুরু করে ওই যুগল।
সম্প্রতি নীলিমা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অভিযোগ, তারপর থেকেই নাকি বাপি নীলিমার কাছে নিয়মিত আসা বন্ধ করে দেয়। তা নিয়ে নীলিমা ও বাপির মধ্যে অশান্তি চরমে ওঠে। পরে লিভ ইন পার্টনারের গোপনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কোপায় নীলিমা। যুবকের আর্তনাদে ছুটে যায় স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুলিশ ও স্থানীয়রা বাপিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নীলিমাকে আটক করে থানায় নিয়ে যায়। শুরু হয়েছে তদন্ত।
জেবি/এসবি