মুম্বাইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, উদ্ধার ১৩৫ জন


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩


মুম্বাইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, উদ্ধার ১৩৫ জন
মুম্বাইয়ের বহুতলে আগুন

মুম্বাইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত প্রায় ৩টা ৪০ মিনিটে মুম্বাইয়ে বাইকুল্লার ঘোরাপদেব এলাকার ২৪ তলার মাদা বিল্ডিংয়ে আগুন লাগায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন।


তবে হতাহতের খবর এখনও নেই। দমকল সূত্রে খবর, ওই বহুতলে অনেকে আটকে ছিলেন। এখনও অবধি ১৩৫ জনকে উদ্ধার করেছে দমকল। কিভাবে আগুন ছড়িয়ে পড়ল তা খতিয়ে দেখছে দমকল। 


প্রাথমিক অনুমান, ইলেকট্রিক মিটারে আগুন লাগার পর তা বহুতলে ছড়িয়ে পড়ে। দমকল পৌঁছনোর পর বহুতলের ছাদে আটকে থাকা ২৫ জনকে প্রথমে উদ্ধার করা হয়। এরপর বহুতলের বিভিন্ন তলায় আটকে থাকা মোট ১১০ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়। 


সকাল প্রায় সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দমকল।


জেবি/এসবি