কুড়িগ্রামে শীতের বীজ পেল ৩৬০ নারী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩
কুড়িগ্রামে ৩৩৮ নারী ও ২২ ট্রান্সজেন্ডারকে প্রদান করা হলো ১১ প্রকারের সবজি বীজ ও বস্তা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সগদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের নিমকুশার পাড় গ্রামে সবজি বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, উপসহকারি কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, বিএমজেড-পিটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম, মাঠকর্মী এএসএম কামাল, শাহিদা খাতুন প্রমুখ।
আত্মকর্মসংস্থান ও প্রতিটি বাড়ি সবুজ কর্মসূচির আওতায় স্থানীয় বেসরকারি সংগঠন এএফএডি বিএমজেড-পিটি প্রকল্পের আওতায় এবং মালিটিজার ইন্টারন্যাশনাল ও বিএমজেড-পিটি'র আর্থিক সহযোগিতায় ৩৬০জন নারী ও ট্রান্স জেন্ডারকে ৫০০টাকা করে ১লক্ষ ৮০হাজার টাকার ১১প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়।
জেবি/এসবি