একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৪ জন। এর মধ্যে ঢাকা সিটির ২৫৩ জন এবং ঢাকা সিটির বাইরে ৮৪১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ১২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ৫ হাজার ৭৯২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৯১ জন। মারা গেছেন ১ হাজার ৫৭৭ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯১৮ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৫৯ জন।
উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জন মারা গেছেন।
জেবি/এসবি