অবরোধেও চলবে বিসিএস পরীক্ষা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩


অবরোধেও চলবে বিসিএস পরীক্ষা
ফাইল ছবি

পরীক্ষা পেছাতে প্রার্থীরা সপ্তাহব্যাপী দৌড়ঝাঁপ করলেও পাত্তা দিল না সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকেই এ ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এ লক্ষ্যে পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করেছে পিএসসি।


বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবশ্যিক বিষয়ে লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা গ্রহণ হবে।


আরও পড়ুন: প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৮ ডিসেম্বর


ফলে বিএনপি-জামায়াতের ডাকা সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনে লিখিত পরীক্ষায় বসছেন পৌনে ১৩ হাজার চাকরিপ্রার্থী। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই তাদের ১১ দিন কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন পরীক্ষার্থীরা।


আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশ ২৬ নভেম্বর


অপরদিকে, কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ৬ ডিসেম্বর শুরু হবে। এ পরীক্ষা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।


জেবি/এসবি