মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ আ. লীগের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩


মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ আ. লীগের
ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে ক্ষামতাসীন দল আওয়ামী লীগ।


সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আ. লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে।


এর আগে, রবিবার (২৬ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দলটি। তিনশ সংসদীয় আসনের মধ্যে দুটি বাদ রেখে ২৯৮টি আসনে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি।


আরও পড়ুন: তিন পার্বত্য জেলায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা


উল্লেখ্য, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৮ থেকে ২১ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আ. লীগ। এই ৪ দিনে মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। ফরম বিক্রি করে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে দলটির।


জেবি/এসবি